বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সারাদেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি ধরা অভিযান

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : জঙ্গিদের ধরতে ঢাকাসহ সারাদেশেই চলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। গত দু’দিনের টানা অভিযানে উল্লেখযোগ্য কোনো জঙ্গিকে আটক করতে পারেনি পুলিশ ও র‌্যাব। গত সোমবার বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর চরে জঙ্গিবিরোধী ১১ ঘণ্টার অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করা না গেলেও ৩টি চাপাতি, ৩টি চাকু ও ৯টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এদিকে গত সোমবার রাতে রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি গ্রেফতারকৃতরা ছাত্রশিবিরের নেতা-কর্মী। এদের মধ্যে খিলগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। পুলিশ বলছে গ্রেফতারকৃতদের কাছ তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বই, একটি কম্পিউটার, ৭টি ককটেল, ৪টি চাপাতি ও বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম জানান, সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খিলগাঁও থানা শিবিরের সভাপতি মো. মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মো. আ. রাজ্জাক, মো. মনিরুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. কাউসার আহম্মেদ, মো. আলাউদ্দিন খলিফা, মো. রবিউল ইসলাম, মো. ফয়সাল হোসেন, মো. ইসমাইল, মো. সুমন মিয়া, মো. হাবিবুর রহমান ফাহিম, মো. কামরুজ্জামান, মো. রাসেল রানা, মো. সাইফুল্লাহ, মো. আবসার আলী, মো. মনিরুল ইসলাম, মো. রুমান মোল্লা, মো. শাহ আলম এবং মো. মনির হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন