মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় সামনের সারিতে থাকা এক শীর্ষ চিকিৎসক আত্মহত্যা করেছেন। ডা. লরনা ব্রিন (৪৯) নামে এই চিকিৎসক করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে নিজেও কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন।
এরপর সুস্থ হয়ে আবার নেমে পড়েছিলেন করোনা মোকাবিলায়। নিউইয়র্ক সিটির বাসিন্দা ডা. লরনা ম্যানহাটানের নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতালে জরুরি বিভাগের ডিরেক্টর ছিলেন।
পুলিশ জানায়, এই চিকিৎসক গত রোববার নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করেন। ঘটনার সময় তিনি ভার্জিনিয়ায় নিজের পরিবারের সঙ্গেই ছিলেন। ডা. লরনার বাবা ফিলিপ ব্রিন নিজেও একজন চিকিৎসক।
তিনি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সে তার কাজটি করে যাচ্ছিল এবং এটিই তাকে হত্যা করেছে। তার কোনো ধরনের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল না’। সর্বশেষ যখন কথা বলছিলেন মেয়েকে ‘বিচ্ছিন্ন’ মনে হয়েছিল ফিলিপের। সে সময় লরনা তাকে বলছিলেন, হাসপাতালে কীভাবে মানুষ অ্যাম্বুলেন্সে তোলার আগেই করোনায় মারা যাচ্ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন