বৈশ্বিক মহাদুর্যোগে বিভেদ ভুলে দেশের অর্থনীতি ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় কাধে কাধ মিলিয়ে কাজ করার আহŸান জানিয়েছে বেসরকারি ২৩ সংস্থা।গতকাল বুধবার দেয়া এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো এ আহŸান জানায়। সংস্থাগুলোর পক্ষে ‘প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চ’র সমন্বয়কারী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া’ জানান,নভেল করোনা মোকাবেলায় সংগঠনগুলো আশু করণীয় সম্পর্কে বেশকিছু দাবিনামা পেশ করেছে। এর মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মানবাধিকার লংঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ।এছাড়া করোনার অর্থনৈতিক অভিঘাত কাটিয়ে ওঠার জন্য প্রাণ-প্রকৃতি সুরক্ষার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী ও পরিবেশ-বান্ধব অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নেয়ার কথা বলা হয়।এক্ষেত্রে কৃষি,স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ মানব উন্নয়নমূলক খাতসমূহকে বিশেষ অগ্রাধিকার দেয়া,সর্বোপরি বৈশ্বিক এই মহাদুর্যোগের সময়ে দল-মত ও বিভেদ ভুলে দেশ,দেশের মানুষ, দেশের অর্থনীতি ও প্রাণ-প্রকৃতি সুরক্ষিত রাখার জন্য সকলে মিলে যাতে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করা যায় এমন পরিবেশ তৈরী করতে হবে।সংগঠনসমুহের পক্ষে স্বাক্ষরকারীরা হলেন,অ্যাডভোকেট সুলতানা কামাল, ব্যারিস্টার সারা হোসেন,শামসুল হুদা,সৈয়দা রিজওয়ানা হাসান,শারমিন মোরশেদ,ড. ইফতেখারুজ্জামান,অধ্যাপক আনু মুহাম্মদ,ড.ফিলিপ গাইন,ড.কাজী জাহেদ ইকবাল,সারওয়াত শামীন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন