ইনকিলাব ডেস্ক : ভারতের বহুল আলোচিত বাবরী মসজিদ মামলার প্রবীণ ও প্রধান বাদী হাসিম আনসারী (৯৬) ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার ভোর ৫টা ৩০ নাগাদ তিনি নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মরহুম হাসিম আনসারীর ছেলে ইকবাল আনসারী বলেন, সকালে তিনি ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। এরপরই পরিবারের লোকজন বুঝতে পারেন তিনি মারা গেছেন। গতকাল সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়েছে। হাসিম আনসারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষের ঢল নামে। অনেকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের লিগ্যাল অ্যাডভাইজার জাফরিইয়াব জিলানী বলেন, আনসারীর মৃত্যুর পর এবার তার ছেলেকে এই মামলার বাদী করা হতে পারে। হাসিম আনসারী মারা যাওয়ায় মুসলিম পক্ষ এই মামলায় দুর্বল হতে পারে এমন কথা তিনি নাকচ করে দেন। প্রয়াত হাসিম আনসারী বহু বছর ধরে বাবরী মসজিদের মালিকানা অধিকারের জন্য আদালতে লড়াই চালিয়েছেন। গত বছর ডিসেম্বরে যখন বাবরী মসজিদ নিয়ে বিতর্কিত জায়গায় শিলা পূজো করে মন্দির নির্মাণের তৎপরতা শুরু হয়, সে সময় তিনি তীব্র আপত্তি জানিয়েছিলেন। তিনি সে সময় বলেন, এ নিয়ে সুপ্রিমকোর্টে মামলা রয়েছে, সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা মানা হবে। তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে শিলাপূজো বন্ধ রাখার দাবি করেছিলেন। চলতি বছরের মে মাসেই সাধু-সন্তরা আগামী ৯ নভেম্বর থেকে রাম মন্দির নির্মাণ হবে বলে ঘোষণা দেয়ায় তাদের উপর তীব্র অসন্তোষ প্রকাশ করে হাসিম আনআরী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কেউ যেন আইনকে বিদ্রƒপ না করে, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। বিবিসি, রয়টার্স ও এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন