শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৩ লাখ ৬০হাজার জিও ব্যাগ প্রস্তুত করেছে পানি উন্নয়ন বোর্ড

বন্যা মোকাবেলা ও নদী ভাঙ্গন প্রতিরোধে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৫ পিএম

আগাম বন্যা মোকাবেলা এবং নদীর ভাঙ্গন প্রতিরোধে সারাদেশের ৪০ জেলায় ৩ লাখ ৬০হাজার শতভাগ পলিস্টার জিও ব্যাগ প্রয়োজনীয় পরিমাণ বালি ও বস্তা সেলাইয়ের সরঞ্জামসহ প্রস্তুত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। এ ছাড়া আরো নতুন কওে জিও ব্যাগ তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। সেই সব এলাকার নদীর তীর রক্ষাকারী বাঁধের লাগানো হবে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ. এম. আমিনুল হক শুক্রবার ইনকিলাবকে বলেন, আগাম বন্যা মোকাবেলায় জন্য দেশের ৪০ জেলায় এবার ৩ লাখ ৬ হাজার জিও ব্যাগ এবং প্রয়োজনীয় পরিমাণ বালি ও বস্তা সেলাইয়ের সরঞ্জামসহ প্রস্তুত রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের চীফ মনিটরিং অফিসার কাজী তোফায়েল হোসেন স্বাক্ষরিত চিঠি গত ২৭ এপ্রিল সারাদেশের নির্বাহী প্রকৌশলীদের পাঠানো হয়। জেলা গুলো হচ্ছে, নীলফামারী পওর বিভাগে ৫ হাজার জিও ব্যাগ. জালিয়া ৫ হাজার জিও ব্যাগ,লালমনির হাটে ৫ হাজার জিও ব্যাগ, কুড়িগ্রাম জেলায় ১০ হাজার জিও ব্যাগ, গাইবান্ধা জেলায় ১০ হাজার জিও ব্যাগ, রংপুর জেলায় ৫ হাজার জিও ব্যাগ, বগুড়া জেলায় ১০ হাজার জিও ব্যাগ, সিরাজগঞ্জ জেলায় জেলায় ১৫ হাজার জিও ব্যাগ, রাজশাহী জেলায় ১০ হাজার জিও ব্যাগ, চাপাইনবাবগঞ্জ জেলায় ১০ হাজার জিও ব্যাগ, পাবনা বেড়ায় ১০ হাজার জিও ব্যাগ, জামালাপুর জেলায় ১০ হাজার জিও ব্যাগ, টাঙ্গাইল জেলায় ১০ হাজার জিও ব্যাগ, মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগে ১০ হাজার জিও ব্যাগ, রাজবাড়ী জেলায় ১০ হাজার জিও ব্যাগ, ফরিদপুর জেলায় ১০ হাজার জিও ব্যাগ, শরিয়তপুর জেলায় ১০ হাজার জিও ব্যাগ।

মাদারীপুর জেলায় ৫ হাজার জিও ব্যাগ, কুষ্টিয়া জেলায় ৫ হাজার জিও ব্যাগ,মাগুড়া জেলায় ৫ হাজার জিও ব্যাগ, বরিশাল পওব বিভাগ ১০ হাজার জিও ব্যাগ, পিরোজপুর জেলায় ৫ হাজার জিও ব্যাগ, ঝালকাটি জেলায় ৩ হাজার জিও ব্যাগ,পটুয়াখালী জেলায় ১০ হাজার জিও ব্যাগ, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডে ৫ হাজার জিও ব্যাগ, বগুনা পওব বিভাগে ৫ হাজার জিও ব্যাগ, সিলেট পওব বিভাগে ৫ হাজার জিও ব্যাগ, মৌলভীবাজার পওব বিভাগে ৫ হাজার জিও ব্যাগ, হবিগঞ্জ পওব বিভাগে ৫ হাজার জিও ব্যাগ।

চাঁদপুর পওব বিভাগে ১০ হাজার জিও ব্যাগ, কুমিল্লা পওব বিভাগে ৫ হাজার জিও ব্যাগ, লক্ষীপুর পওব বিভাগে ১০ হাজার জিও ব্যাগ, নোয়াখালী পওব বিভাগে ৫ হাজার জিও ব্যাগ, কক্সবাজার পওব বিভাগে ৫ হাজার জিও ব্যাগ,সাতক্ষীরা পওব বিভাগ-১ এতে ১০ হাজার সাতক্ষীরা পওব বিভাগ-২ এতে ১০ হাজার জিও ব্যাগ, খুলনা পওব-১ এতে ৫ হাজার জিও ব্যাগ, বাগেরহাট পওব বিভাগে ১০ হাজার জিও ব্যাগ এবং নড়াইল বাপাউবোতে ১০ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী ইনকিলাবকে বলেন, আমরা এসব জিও ব্যাগ প্রস্তুত রেখেছি। দুযোর্গকালীন সময় এ গুলো ব্যবহার করা হবে। এ গুলোর বাহিরে আরো জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ তাছনূর হোসেন ২ মে, ২০২০, ৮:৩৫ এএম says : 0
নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জন্য বিশেষ বরাদ্দ দিন এটি দীর্ঘদিনের ভাঙ্গনকবলিত।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন