শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানে স্বল্প পরিসরে খোলা হচ্ছে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৭:৩৯ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসে জর্জরিত ইরানের কম ঝুঁকিপূর্ণ এলকায় সীমিত আকারে খোলা হচ্ছে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। -রয়টার্স
করোনাভাইরাস মহামারিতে রূপ নিলে মার্চের মাঝামাঝিতে দেশজুড়ে ডাকা হয় লকডাউন। বন্ধ হয় মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। পবিত্র রমাজানে মুসলিমরা যাতে ইবাদত করতে পারে সে চিন্তা করেই খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি।
রুহানি বলেন, দেশের ১৩২টি ঝুঁকিমু্ক্ত ‘সাদা’ তালিকাভুক্ত এলাকায় মসজিদগুলোতে সোমবার থেকেই চালু হচ্ছে ইবাদত কার্যক্রম। আগামী শুক্রবার থেকে জুম্মার নামাযও চালু করা হবে ওই এলাকার মসজিদগুলোতে। ওই এলাকাগুলোতে ১৬ মে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হবে। তবে এ সবই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন কমে আসছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিমুক্ত এলাকায় লাল ও সাদা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পরও শহরগুলোতে আগের মতই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে।
ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৭০ হাজার। এই রোগে এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ১৫৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন