পপ সম্রাজ্ঞী ম্যাডোনার শরীরে পাওয়া গেল করোনাভাইরাসের উপস্থিতি। এই খবর গায়িকা ইনস্টাগ্রাম টিভিতে নিজের ‘করোনা ডায়েরি’র ১৪তম পর্বে শেয়ার করেছেন। তিনি জানান, কভিড-১৯ অ্যান্টিবডি পরীক্ষায় ফলাফল পজেটিভ এসেছে।
ম্যাডোনা সম্প্রতি বলেন, ‘আগের দিন জানতে পারলাম আমার শরীরে অ্যান্টিবডি রয়েছে। তাই কাল গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবো। আর কভিড-১৯ হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নেবো। আশা করি ঝকঝকে সূর্য উঠবে কাল।’
শরীরে অ্যান্টিবডির উপস্থিতির অর্থ, ওই ব্যক্তি কোনো না কোনো সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখনো ইউএস সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নিশ্চিত করে বলেনি- অ্যান্টিবডি থাকা মানেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়ে গেছে।
এর আগে কোয়ারেন্টাইনে থাকার সময়ে ম্যাডোনার একটি মন্তব্য তৈরি করেছিল বিতর্ক। করোনা মহামারিকে ‘দ্য গ্রেট ইকুলাইজার’ বলেই কটাক্ষ করেন তিনি। তবে পরবর্তীতে গেটস ফিলানথ্রফি পার্টনার্স কভিড-১৯ থেরাপিউটিকস অ্যাক্সিলেটরে ১০ লাখ ডলার দান করেন ম্যাডোনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন