এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনের মধ্যমণি ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এইউবি’র সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এইউবি কার্যালয়। ঈদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিষ্ঠাতাকে ফুলেল শুভেচ্ছা ও সামষ্টিক ভোজের মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজন। এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক, বোর্ড ট্রাস্টিজের অন্যতম সদস্য মিসেস সালেহা সাদেক, সিন্ডিকেট ও ট্রাস্টিজ বোর্ডের সদস্যবৃন্দ, ট্রেজারার অ্যাড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকম-লী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন