শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পেঁপেও করোনা পজিটিভ!

ভয়েস অব আমেরিকা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

পরীক্ষার পর দেখা যাচ্ছে ছাগল, এমনকি পেঁপেও নাকি করোনা পজিটিভ! টেস্টিং কিটের পরীক্ষায় দাবি এমনটাই! আর এরপরেই টেস্টিং কিটগুলিকে ত্রæটিপূর্ণ বলে জানিয়ে দিল তানজানিয়া। গত রোববার এ ঘোষণা করেন আফ্রিকার দেশ তানাজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি।

তানজানিয়ায় উত্তর-পশ্চিমের চাটোতে একটি ইভেন্ট চলাকালীন মাগুফুলি জানিয়েছেন, এই কোভিড -১৯ টেস্টিং কিট বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। যদিও এ ব্যাপারে আর বেশি কিছু তিনি জানাননি।
প্রেসিডেন্ট দেশটির সিকিউরিটি ফোর্সকে কিটের মান পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সিকিউরিটি ফোর্স এলোমেলোভাবে পেঁপে, ছাগল এবং একটি ভেড়াসহ বেশ কয়েকটি জিনিস ও প্রাণীর ওপর পরীক্ষা চালায়। যখন সেই সংগৃহীত নমুনাগুলো টেস্টিং ল্যাবে পাঠানো হয়, তখনও ওই নমুনার উৎস সম্পর্কে কোনও কথাই জানানো হয়নি ল্যাবকে।

নমুনা পরীক্ষায় দেখা যায়, ছাগল ও পেঁপেরও করোনা পজিটিভ। প্রেসিডেন্ট জানাচ্ছেন, এর অর্থ হল সম্ভবত আগে এমন কিছু লোকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল, যাদের কিনা করোনা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সোয়েব আহমেদ ৬ মে, ২০২০, ৩:১৭ এএম says : 0
আগে মানুষের পরীক্ষা করুন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন