শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাজের সুযোগ গার্মেন্টে

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠী দেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজের সুযোগ পাবে। তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানে চাকরি পাবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং রায়গঞ্জ কম্পিউটার কাম কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট-সিরাজগঞ্জের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায়, সহায়তায় সমতলে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য স্থাপিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘দক্ষতা ও কর্মসংস্থান’বিষয়ক প্রোগ্রাম চালু করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির ও রায়গঞ্জ কম্পিউটারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন