শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

দুই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই বেমেয়াদী ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। ফান্ড দুটি হলো- আইসিএল ব্যালেন্স ফান্ড এবং এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড। বুধবার অনুষ্ঠিত বিএসইসির ৫৮০তম সভায় ফান্ড দুটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়। জানা গেছে, আইসিএল ব্যালেন্স ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। এর উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি টাকা। বিনিয়োগকারীদের জন্য রাখা ৮ কোটি টাকা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে এবং এর ফেসভ্যালু হবে ১০ টাকা। এ ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড, ট্রাস্টি : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) এবং কাস্টডিয়ান : ব্র্যাক ব্যাংক লিমিটেড। এছাড়া এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের প্রাথমিক ল্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। এর উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। বিনিয়োগকারীদের জন্য রাখা ৯ কোটি টাকা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে এবং এর ফেসভ্যালু হবে ১০ টাকা। এ ফান্ডের উদ্যোক্তা এশিয়ান টাইগার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লিমিটেড, সম্পদ ব্যবস্থাপক এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন