সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত ১ হাজার ৭৫৬ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে সর্বমোট ১৬৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সদরদফতর সূত্রে জানা গেছে, গত রোববার পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা ছিলো ১ হাজার ৫৯৪ জন। আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই রয়েছেন ৮১০ জন। রোববার পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪৫ জন।
পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্যানুযায়ী, পুলিশের ১ হাজার ১০৩ জন সদস্য বর্তমানে আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এমন সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আরও ৪ হাজার ৮০৩ জন সদস্যকে। গত রোববার পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা সদস্যের সংখ্যা ছিল ২ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় যা প্রায় দ্বিগুণে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করেছেন।
তারা হলেন-ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), এসআই সুলতানুল আরেফিন এবং এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন