চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরে ঢুকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শওকত হোসেন ওরফে চইল্যা (৪৫) পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার চরণদ্বীপ বালুর মাঠে এ ঘটনা ঘটে বলে জানান থানার ওসি আবদুল করিম।
শুক্রবার রাতে চরণদ্বীপে আলী মদনের ঘরে হানা দিয়ে গুলি করে শওকত ও তার সহযোগিরা। এতে আলী মদনের ছেলে নাছির উদ্দিন নিহত হন। গুলিবিদ্ধ হন আলী মদন ও তার ছোট ছেলে লোকমান।
এ ঘটনায় পুলিশ জসিম উদ্দিন ও শওকত হোসেনকে ওই রাতেই গ্রেফতার করে। তাদের ঘরে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, দুইটি এলজি, ৫ রাউন্ড গুলি, ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। আরও অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অভিযানে গেলে তার বাহিনীর সদস্যরা গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। সেখানে গুলিবিদ্ধ হয়ে শওকত হোসেন মারা যান। উল্লেখ শনিবার ভোরে বাঁশখালীতে অপর এক বন্দুকযুদ্ধে জোড়া খুনের এক আসামির মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন