ইনকিলাব ডেস্ক : ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান বঙ্গোপসাগরে নিখোঁজ হয়েছে। এএন-৩২ নামক বিমানটিতে সামরিক কর্মকর্তাসহ ২৯ আরোহী ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সকাল ৯টার দিকে চেন্নাইয়ের তামবরাম বিমানঘাঁটি থেকে বিমানটি যাত্রা শুরু করে।
ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বিমানটি চেন্নাই থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে যাচ্ছিল।
বিমানটির ২৯ আরোহীর মধ্যে ক্রু ছিলেন ছয়জন।
ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অনুপম ব্যানার্জি বলেন, বিমানটি সকাল সাড়ে ৮টার দিকে যাত্রা শুরু করে। সাড়ে ১১টার দিকে বিমানটির পোর্ট ব্লেয়ারে অবতরণ করার কথা ছিল।
নিখোঁজ বিমানের সন্ধান ও উদ্ধারে বঙ্গোপসাগরে বিস্তৃত পরিসরে অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন