স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারে কারখানা কর্তৃপক্ষের অবহেলায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজী খোকন নামে কারখানাটির একজন ঝুট ব্যবসায়ী স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি পুলিশকে না জানিয়েই ধামাচাপা দিয়ে দেয় বলে অভিযোগ করেছে অন্যান্য শ্রমিকরা। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার কর্নপাড়া মহল্লার কে.এল. ডিজাইন এ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত কহিনুর আক্তার (৪০) সাতক্ষীরা জেলার সদর থানার মনজিদপুর গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী। নিহত কহিনুর পরিবার নিয়ে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লার তাজুলের বাড়িতে ভাড়া থেকে কে.এল. ডিজাইন এ্যাপারেলস কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, কহিনুর বুধবার সকালে কারখানায় কাজে যোগ দেয়ার কিছুক্ষণ পর থেকেই অসুস্থতা অনুভব করে। এসময় বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে ছুটি চায় কহিনুর। তবে কর্তৃপক্ষ তাকে ছুটি না দেয়ায় বিকেলের দিকে আরও বেশী অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিন আলী জানান, কহিনুর ৬ মাস ধরে কে.এল. ডিজাইন এ্যাপারেলস কারখানায় কাজ করছে। বুধবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পরায় বেশ কয়েকবার বমি করে। এসময় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একটু দেরিতে হলেও তাকে ছুটি দেয়া হয়। তবে প্রতিটি পোশাক কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য চিকিৎসক থাকার কথা থাকলেও বুধবার কে.এল. ডিজাইন এ্যাপারেলস কারখানায় কোন চিকিৎসকই ছিলনা বলে জানান আরেক প্রশাসনিক কর্মকর্তা মোঃ দিপু। নিহতের ছোট ভাই রুবেল জানান, আমার বোনের ৬ জন ছেলে-মেয়ে। তার অবর্তমানে এখন বাচ্চাদের মানুষ করার মতো আর কেউ রইলনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন