শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে লকডাউন শুরুর পর থেকে সর্বনিম্ন মৃত্যু সোমবার ১৬০ জন

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৯:৩০ এএম

ব্রিটেনের জন্য এবার আশার আলো হলো লকডাউন শুরুর পর থেকে সর্বনিম্ন মৃত্যু সোমবার ১৬০ জন। এদিক থেকে
ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যা। এটি ব্রিটেনে গত দুই আগে লকডাউন শুরুর পর থেকে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা।
সোমবার (১৮ মে ) গত ২৪ ঘন্টায় ১৬০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত রবিবার ছিলো ১৭০জন, শনিবার ছিলো ৪৬৮জন, শুক্রবার ছিলো ৩৮৪জন। মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭৯৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে — জন।
গত রবিবার বলা হয়েছিলো ৩১৪২ জন, শনিবার বলা হয়েছিলো ৩৪৫১ জন, শুক্রবার বলা হয়েছিলো ৩৫৬০জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৪৬ হাজার ৪০৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন