শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সস্ত্রীক করোনায় আক্রান্ত

বিবিসি নিউজ | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০২ এএম

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রিপোর্ট জানার পর পরই তারা সেলফ আইসোলেশনে চলে যান।
মাচারের স্ত্রী ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টেনি এবং আরও কয়েকজন দেহরক্ষীসহ বেশ কিছু কর্মীর দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

ভাইস প্রেসিডেন্টের করোনা পজিটিভ শনাক্তের খবরে দারিদ্রপীড়িত দেশটিতে আতঙ্ক ছড়িয়েছে। যদিও দেশটিতে মহামারী করোনার প্রাদুর্ভাব এখনও সেভাবে বিস্তার লাভ করেনি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, কয়েক দশকের দ্ব›দ্ব সংঘাত কবলিত দেশটিতে আক্রান্ত বাড়তে থাকলে সরকার তা মোকাবেলায় ব্যর্থ হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুযায়ী, উত্তরের দিকে অবস্থিত বেনিতুতে অবস্থিত প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের একটি শরণার্থী শিবিরে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন