শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জাকার্তায় ৪ জুন পর্যন্ত লকডাউন বেড়েছে

রয়টার্স | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের প্রসার প্রতিরোধের অংশ হিসেবে ইন্দোনেশিয়া গত মঙ্গলবার তার বৃহৎ আকারের সামাজিক নিষেধাজ্ঞাগুলি ৪ জুন পর্যন্ত বাড়িয়েছে। ইন্দোনেশিয়া আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষকে তাদের নিজস্ব ব্যবস্থা চাপিয়ে দেয়ার অনুমতি দিয়েছে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়টি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির যথেষ্ট প্রমাণ পায়।

জাকার্তার গভর্নর অ্যানিজ বাসওয়াদান একটি ভিডিও কনফারেন্সে বলেছেন, ‘যত লোক বাড়িতে থাকেন, সেখানে সংক্রমণ কম হয়’। ‘যদি আমরা শৃঙ্খলাবদ্ধ থাকি তবে এগুলো চূড়ান্ত (সীমাবদ্ধতা) হতে পারে’।

তিনি পবিত্র রমজান মাসে সন্ধ্যা ও রাতের বেলা লোকদের বাড়িঘর ছেড়ে দেয়ার কারণকে এই বর্ধনের পিছনে কারণ বলেছিলেন। জাকার্তা তার স্কুলগুলিও বন্ধ করে দিয়েছে এবং বেশিরভাগ দোকান এবং মল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় ১ কোটি লোকের শহরটিতে ৬ হাজার ১৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ৪৭০ জন মারা গেছে। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১৮,৪৯৬ সংক্রমণ এবং ১,২২১ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন