কর্পোরেট রিপোর্টার : ফরচুনের আইপিও আবেদন আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। কোম্পানিটি শেয়ারবাজারে দুই কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা সংগ্রহ করবে, যা দিয়ে ভবন নির্মাণ, মেশিন ও ইক্যুপমেন্ট ক্রয় করা হবে। এক্ষেত্রে কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করবে। জানা গেছে, ৭৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ২৮ কোটি ১০ লাখ টাকার সংরক্ষিত আয় রয়েছে, যাতে শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৩.৭৫ টাকা করে। আর কোম্পানিটি শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ারবাজারে আসার কারণে আইপিও পরবর্তী সময়ে তা দাঁড়াবে ১২.৯০ টাকায়। এক্ষেত্রে বিনিয়োগকারীরা আইপিওতে ১০ টাকা বিনিয়োগ করলেও মালিকানা পাবে আরো ২.৯০ টাকার বেশি। ২০১০ সালের ১৪ মার্চ প্রাইভেট কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করা ফরচুন সুজ ২০১১ সালের ৭ সেপ্টেম্বর উৎপাদন শুরু করে। এরপর ২০১৫ সালের ১৪ জানুয়ারি কোম্পানিটি পাবলিক কোম্পানি হিসাবে রূপান্তর হয়। কোম্পানিটির তথ্য কণিকা সূত্রে জানা গেছে, ফরচুন সুজ বিশ্বের বিভিন্ন দেশে জুতা রফতানি করে থাকে। এসব দেশের মধ্যে রয়েছেÑ তাইওয়ান, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, কানাডা ও জার্মানি। কোম্পানিটি শিশু, নারী-পুরুষ সবার জন্য জুতা তৈরি করে। কোম্পানিটি সর্বশেষ ৯ মাসে (২০১৫ জুন-২০১৬ ফেব্রুয়ারি) ৭৩ কোটি ৮৬ লাখ টাকার বিক্রয় করে ও সাত কোটি ৭০ লাখ টাকা মুনাফা করেছে। এ ৯ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। কোম্পানিটি আগের অর্থবছরে (২০১৪ জুন-২০১৫ মে) ৯১ কোটি টাকার বিক্রয় করে। এখান থেকে ৯ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন