শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৭০৩ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১২:০৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে এখন শীর্ষে অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই দ্বিতীয় স্থানটি ব্রাজিলের দখলে। সেই ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৭০৩ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে এখন সর্বমোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৭১৬ জন। যা বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর হিসেবে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এরপরই মৃত্যুর সংখ্যায় পর্যায়ক্রমে রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৬১৮ জন। অপরদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন