শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

আয় বেড়েছে আইপিডিসির

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : অর্ধবার্ষিকে আয় বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) অব বাংলাদেশ লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানা গেছে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৭৯ পয়সা। এর আগের বছর একই সময়ে এটি ছিল ২৭ পয়সা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৯ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৫৫ পয়সা। ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে আসে ২০০৬ সালে। এর অনুমোদিত মূলধন ৪০০ কোটি, পরিশোধিত মূলধন ১৫১ কোটি ৫০ লাখ ও রিজার্ভ ৭৯ কোটি ২৬ লাখ টাকা। উদ্যোক্তা-পরিচালকদের কাছে বর্তমানে কোম্পানির ৫১ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার, বাংলাদেশ সরকারের হাতে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২ দশমিক ৬৮ ও বাকি ১৪ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে। জানা যায়, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইপিডিসি।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন