শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অবিলম্বে খুতবার উপর খবরদারি বন্ধ করুন-শফিউল আলম প্রধান

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান অবিলম্বে খুদবার উপর খবরদারি বন্ধের দাবি জানিয়েছেন। পরদেশি প্রভুদের ইশারায় মসজিদ ও মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন না। ইবাদত ও খুতবার উপরে কোনো সরকারের নিয়ন্ত্রণ চলবে না। ইসলামের প্রশ্নে শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধুর উল্টা পথে হাঁটতে শুরু করেছেন। এদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। বঙ্গবন্ধুর ভাষায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। দেশবাসীর জিজ্ঞাসা সন্ত্রাস মানেই কি মুসলমান? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে কি সন্ত্রাসী নেই।
গতকাল শনিবার বিকালে আসাদগেট দলীয় কার্যালয়ে কারাবন্দি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার রোগমুক্তি কামনা ও পঞ্চগড় জেলা জাগপা’র সহ-সভাপতি খাদিমুল ইসলামের মাতা ও ঢাকা মহানগর যুব জাগপা নেতা লোকমান হোসেনের শিশু পুত্রের রুহের মাগফেরাত কামনায় যুব জাগপা আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেনÑ এখন এটা বলতেই হবে, গদি রক্ষা ও প্রভুদের স্বার্থ রক্ষায় সরকারই এখন ইসলামকে ব্যবহার করছে। খুতবার বাহানায় আল্লাহর ঘর মসজিদ ও মুসল্লিদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক আওয়ামী জঙ্গিবাদী হামলা চালানো হচ্ছে। মসজিদে প্রবেশের পথে তল্লাশি, ইমাম, আলেম ও মুসল্লিদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করুন। মনে রাখবেন সর্বশক্তিমান আল্লাহর সাথে বেয়াদবি করে দুনিয়া কাঁপানো সম্রাট, নমরুদ, ফেরাউন, সাদ্দাতরাও রক্ষা পায়নি।
যুব জাগপা নেতা মাওলানা খায়রুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুব জাগপা’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, সহ-সভাপতি মাইদুর রহমান বাবলা, জাতীয়তাবাদী প্রচার দলের সাধারণ সম্পাদক মাহফুজ কবীর, নগর যুব সহ-সভাপতি ইসহাক মীর, প্রচার সম্পাদক মোঃ বিপুল, জাগপা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফারুকী, যুব ও ছাত্রনেতা মোঃ হাসান, মোঃ ইউসুফ মীর, রাশেদুল আলম ঈমন, আহম্মেদ শফী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন