কোভিড-১৯ করোনাভাইরাস শনাক্তকরণ কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’-এর অনুমোদনের জন্য সংশ্লিষ্টদের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ৭৯ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে তার স্বজন, সহকর্মী, সহযোদ্ধা, শুভাকাঙ্খি, দেশবাসী-সবাই দুশ্চিন্তায় আছেন। তবে নিজেকে নিয়ে মোটেই বিচলিত নন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
কোভিড-১৯ আক্রান্ত হলে দৃঢ় মনোবল নিয়ে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসোলেশনে আছেন ডা. জাফরুল্লাহ। শারীরিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে নিকটজনেরা তার সঙ্গে দেখা করছেন। মঙ্গলবার (২৭ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে একটি প্রতিনিধি দলও তাঁর সঙ্গে দেখা করেছেন।
এরই মধ্যে মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্লাজমা থেরাপি নিয়ে এসেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার জন্য বুধবার (২৭ মে) তার ন্যাজাল সোয়াব ও থ্রট সোয়াবও সংগ্রহ করা হয়েছে।
বুধবার বিকেলে আইসোলেশনে থাকা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান তাঁর শারিরিকি অবস্থার উন্নতি হচ্ছে। তিনি ভাল আছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী সে সময় বলেন, আমার জন্য দোয়া কোরো। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বোলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজে করোনাভাইরাসে আক্রান্ত হলেও গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’-এর রেজিস্ট্রেশন সংক্রান্ত খোঁজ-খবর রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশে বৃহৎ জনগোষ্ঠীর কোভিড-১৯ শনাক্তকরণে স্বল্প মূল্যে দ্রুত পদ্ধতির প্রয়োগ দেখতে চান তিনি। সে কারণেই কোভিড-১৯ আক্রান্ত হয়েও মনের দিক থেকে চাঙ্গা থাকার চেষ্টা করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন