শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

খুলে দেওয়া হল আল-আকসা মসজিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১০:৫৯ এএম

জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ করে দেওয়ার দুই মাস পর রোববার ভোরের দিকে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয়।

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনার পর তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ভাবা হয় পবিত্র আল-আকসাকে।

জানা গেছে, রবিবার ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগে মুসল্লিদের মসজিদ চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। মুসল্লিদের সবাই ছিলেন মাস্ক পরিহিত। এ সময় মুসল্লিদের অভিনন্দন জানান আল-আকসার মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।

আল-আকসার মসজিদ চত্বরটি অবস্থিত ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে। করোনা মহামারীর কারণে গত মার্চে মসজিদটির চত্বর বন্ধ করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জোহেব শাহরিয়ার ৩১ মে, ২০২০, ১১:০২ এএম says : 0
ইনশাল্লাহ, বাইতুল মুকাদ্দাস আবার পুনঃরুদ্ধার করা হবে। কিন্তু বর্তমান মুসলিম যুব সমাজের মাঝে এই চেতনায় ভাঁটা পড়েছে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন