শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১১ এএম

দীর্ঘ বিরতির পর যাত্রী নিয়ে চলচাল শুরু করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গতকাল রোববার সকাল থেকেই চালু করা হয়েছে ওয়াটার ট্যাক্সি। মাস্ক পড়ে এবং নিরাপদ দূরত্ব নিয়েই ওয়াটার ট্যাক্সিতে উঠছেন যাত্রীরা। তবে প্রথমদিনে তুলনামূলক কম যাত্রী থাকায় বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে চলাচল করছে ওয়াটার ট্যাক্সিগুলো।
গতকাল সকালে রাজধানীর গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটে গিয়ে দেখা গেছে, সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করছে। সেখানে যাত্রীর উপস্থিতি তেমন একটা নেই বললেই চলে। টিকিট কাউন্টারেও কোন ভিড় নেই। প্রথম দিনে তুলনামূলক যাত্রী কম থাকায় ঘাট সংশ্লিষ্টরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। আর যাত্রী কম থাকায় প্রতিটি ওয়াটার ট্যাক্সি যাত্রীদের অপেক্ষায় দীর্ঘসময় ঘাটেই থেমে থাকছে। আব্দুল হামিদ নামে একজন অপেক্ষমান যাত্রী জানান, অর্ধেক আসন পূরণ হওয়ার পর ওয়াটার ট্যাক্সিগুলো ছেড়ে যাচ্ছে। টিকিট কাউন্টারের সামনে বড় করে লেখা আছে ‘মাস্ক ব্যাতীত প্রবেশ নিষেধ’। সেই সঙ্গে পূর্বের ভাড়াতেই ওয়াটার ট্যাক্সিতে চলাচল করা যাচ্ছে, কোনো প্রকার ভাড়া বাড়ানো হয়নি। গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটের কর্মী শহিদুল ইসলাম বলেন, করোনার কারণে দীর্ঘ বিরতির পর সকাল থেকেই ওয়াটার ট্যাক্সি চলাচল শুরু হয়েছে। তবে প্রথম দিনে যাত্রী অনেক কম। মাস্ক পরা ছাড়া কোনো যাত্রীকে কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে না।
এছাড়া সার্বিকভাবে যাত্রীদের দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার পাশিপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন