শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কুমিল্লায় ক্রেন উল্টে শ্রমিক নিহত আহত ৫

ভ্রাম্যমাণ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০০ এএম

কুমিল্লার সদর দক্ষিণে কনস্ট্রাকশন ফার্মের ক্রেন উল্টে হেদায়েত উল্লাহ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেদায়েত উল্লাহ কুমিল্লার লালমাই উপজেলার দক্ষিণ চনগাঁও গ্রামের আবদুল লতিফের ছেলে।

স্থানীয় বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ জানান, সকালে বিদ্যুতের খুঁটি বসানোর জন্য মোহনপুর গ্রামে যান কয়েকজন শ্রমিক। তবে কাজ করার সময় ক্রেন উল্টে হেদায়েত উল্লাহসহ ৬ শ্রমিক চাপা পড়ে। এদের মধ্যে ঘটনাস্থলে হেদায়েত উল্লাহ মারা যান। বাকি পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন