শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিচারককে ‘আপত্তিকর’ মেসেজ পাঠানোয় ৭ বছরের কারাদন্ড

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রংপুরের নারী বিচারকের মোবাইলে ‘আপত্তিকর’ এসএমএস পাঠানোর দায়ে এক আসামিকে সাত বছরের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এই রায় ঘোষণা করেন। এ বিষয়ে আদালতের পেশকার মো. শামীম আল মামুন সাংবাদিকদের জানান, দ-প্রাপ্ত আসামি রেজওয়ানুল হক রিপন নামে ওই আসামি রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় ঘোষণার পরে আসামিকে সাজার পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আসামি রিপনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদ- দেয়া হয়। আসামি রিপন রংপুরের বাগপুরের পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মশিউর রহমানসহ চারজনের বিরুদ্ধে রিপন রংপুরের আদালতে দুটি মামলা করেন। ওই মামলার বিষয়ে বিচারককে গত বছরের ১০ ও ১২ মে কয়েকটি এসএমএস পাঠান রিপন, যা আপত্তিকর হওয়ায় থানায় মামলা করা হয়। পরে মামলাটি তদন্ত করে ওই বছরের ৩০ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর পরে ২০১৫ সালের ২৬ অক্টোবর আসামি রিপনের বিরুদ্ধে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন