শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজধানীতে বেপরোয়া বাস চাপায় ২ জনের মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর বাংলামোটরে গতকাল বৃহস্পতিবার বেপরোয়া গতির একটি বাসের চাপায় মোটরসাইকেলের চালক ও এক পথচারী নিহত হয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত ১ জুন থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরু হয়। এরই মধ্যে ঢাকায় বাসচাপায় দ্জুন প্রাণ হারালেন। তারা হলেন- বেলায়েত ও মকসুদুর রহমান। এই ঘটনায় জাকির নামে একজন পথচারি আহত হয়েছেন।
শাহবাগ থানার পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাংলামোটরের ট্রাফিক সিগন্যাল পার হয়ে বিহঙ্গ পরিবহনের বেপরোয়া গতির একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) চালক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটির চাপায় ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেলের চালক ও এক পথচারী ঘটনাস্থলে নিহত হন।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, চালক জাফর মোল্লাসহ বিহঙ্গ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। নিহত দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। করোনার কারণে বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা ও শৃঙ্খলা আনার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। চালকেরা যে এখনো আগের মতোই বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন, আজকের ঘটনা তার প্রমাণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন