পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রমিক যারা দিন আনে দিন খায়, তাদের জন্যই লকডাউন তুলে নেওয়া হয়েছে। লকডাউন আরোপে বিত্তবানদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা শ্রমিকদের জন্য বড় সমস্যা।
শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, ইমরান খান এক বিবৃতিতে বলেন, ‘ভাইরাসের সংক্রমণ কমাতে সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আর লকডাউন আরোপ করতে পারব না, এ দেশের সে সামর্থ্য নেই।’
দুই মাস লকডাউন থাকার পর চার সপ্তাহ আগে তা পাকিস্তানে শিথিলের ঘোষণা দেয় ইমরান খানের সরকার। আর এতেই আক্রান্তের সংখ্যা করোনার উৎপত্তি স্থান চীনকে ছাড়িয়েছে দেশটি।
করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়া পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তালিকায় পাকিস্তানের বর্তমান অবস্থান ১৭ নম্বরে। সর্বশেষ তথ্যে জানানো যায়, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ২৪৯ জনে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সরকারকে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৮ জনের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন