রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় ফের কেমিক্যালের আগুনে পুড়ে দুইজন গদ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল ভোরে রায়সাহেব বাজারের লালচান মুকিম লেন এলাকার তিনটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধ দুইজনের মধ্যে একজন রকি (২৮) তবে আরেকজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, গতকাল সকাল ৭টার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাযসাহেব বাজারের গোডাউনে আগুনের সূত্রপাত হয় কেমিক্যাল থেকে। ওই গোডাউনে নাট পরিষ্কার করার এক ধরনের কেমিক্যাল ছিল। সেই কেমিক্যাল বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা রিপোর্ট দিয়েছেন। তিনটি গোডাউন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে ৬৭ জনের মৃত্যু হয়। এরপরেও রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন