শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জুলাইয়ের শেষের দিকে নিয়ন্ত্রণে আসতে পারে করোনার সংক্রমণ: ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লকডাউন অভিজাতদের পক্ষেই সুবিধাজনক। তাতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন দেশের গরিবরাই।

সোমবার ইসলামাবাদে করোনা সংক্রান্ত এক মিটিংয়ে তিনি এসব কথা বলেন। পাক প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে।

ইমরান খান বলেন, লকডাউন চাইছেন অভিজাতরা যাদের বিশাল বাড়ি রয়েছে। কারণ এতে তাদের আয়ে প্রভাব পড়বে না। কিন্তু এটি গরিব মানুষকে ধ্বংস করে দেবে।

ফেব্রুয়ারিতে মহামারী শুরুর পর রোববার পাকিস্তানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেখানে মোট আক্রান্ত এক লাখ তিন হাজার ৬৭১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৬৭ জনের।

সোমবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৭২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে আক্রান্তের দিক দিয়ে ছয় সংখ্যার ঘরে ১৫তম দেশ হিসেবে সৌদি আরব নাম লেখায়। তবে রিয়াদ ১ লাখ এক হাজার ৯১৪ জন আক্রান্তের সংখ্যা নিয়ে পাকিস্তানের পরেই অবস্থান করছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন