সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে করোনামুক্ত হলো ১০ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৭:০৯ পিএম

বিশ্বের দশম দেশ হিসাবে করোনাভাইরাসমুক্ত হলো তানজানিয়া। সোমবার প্রেসিডেন্ট জন মাগুফুলি তার দেশকে করোনামুক্ত বলে ঘোষণা করেছেন। সৃষ্টিকর্তার উদ্দেশে প্রার্থনার কারণে করোনার এই মহামারি পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

মুসলিম ও খ্রিষ্টান অধ্যুষিত দেশ তানজানিয়ার জনগণ বহুদিন ধরেই রোজা, নামাজ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই মহামারি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আসছেন। তানজানিয়ার জামভি টিভিতে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাগুফুলি বলেন, ‘এমন একটি দেশের নেতা হিসেবে এটা আমাকে উচ্ছ¡সিত করছে যে, আমরা সৃষ্টিকর্তাকে সবচেয়ে প্রাধান্য দেই, সৃষ্টিকর্তাও তানজানিয়াকে ভালোবাসেন।’ তিনি বলেন, ‘তানজানিয়ায় শয়তানের কর্মকাণ্ড সব সময়ই পরাজিত হয়েছে কারণ এদেশের মানুষ সৃষ্টিকর্তাকে ভালোবাসেন। সে কারণেই করোনাকেও পরাজিত করতে সক্ষম হয়েছে তানজানিয়া।’

তানজানিয়ার আগে করোনামুক্তির ঘোষণা দিয়েছে আরও ৯ দেশ। এগুলো হলো- নিউজিল্যান্ড, মন্টেনিগ্রো, ইরিত্রিয়া, পাপুয়া নিউ গিনি, সিশেলস, হলি সি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ফিজি এবং পূর্ব তিমুর। এসব দেশে আর একজনও করোনা রোগী নেই। করোনার মহামারিতে বিপর্যস্ত বিশ্বের বেশিরভাগ দেশ। ইউরোপের কিছু দেশে উন্নতি হলেও বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন বিপদের মধ্যেই সবার আগে চমক দেখিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বের প্রথম দেশ হিসাবে পুরোপুরি করোনামুক্ত হয়েছে তারা। এ নিয়ে বিশ্ববাসীর প্রশংসায় ভাসছে দেশটি। সূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
আনোয়ার হোসেনের ৯ জুন, ২০২০, ৯:২০ পিএম says : 0
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
Total Reply(0)
Md.Moniruzzaman khan ১০ জুন, ২০২০, ১১:৫৫ এএম says : 0
আলহামদুলিল্লাহ।হে আল্লাহ আপনি বাংলাদেশকে ও করোনামুক্ত করুন।আমিন।
Total Reply(0)
মোঃ সালাহউদ্দীন ১০ জুন, ২০২০, ১:১৮ পিএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)
Saydul islam ১১ জুন, ২০২০, ৪:৪৮ এএম says : 0
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন দয়া করে আমাদের বাংলাদেশকে আপনি করোনা মুক্ত করে দিন আমিন
Total Reply(0)
Mohammod Rajo ১১ জুন, ২০২০, ১০:২৬ এএম says : 0
alhumdulillah
Total Reply(0)
আরেফিন হাসান ২৫ জুন, ২০২০, ১:০৪ এএম says : 0
ইনশাআল্লাহ বাংলাদেশ ও হবে খুব শিগগিরই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন