বিশেষ সংবাদদাতা : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি এক মাস পেছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৈঠক চলাকালে মীর কাসেমের রিভিউ শুনানির দিন পেছানোর খবর আসার পর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। অস্বস্তিকর পরিস্থিতি তৈরির জন্য দেশের মধ্যে যা চলছে এটা (রিভিউ শুনানি পেছানো) তার গ্রাউন্ড তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, রিভিউয়ের শুনানি পেছানো ঠিক হয়নি। এ সময় আইনমন্ত্রী বলেন, রিভিউ শুনানির জন্য এত দিন সময় দেওয়ার প্রয়োজন হয় না। অন্য মন্ত্রীরাও এতে ক্ষোভ প্রকাশ করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন