শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাজেট আবাসন শিল্পবান্ধব ও জনকল্যাণমুখী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০১ এএম

আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন (কাজল) বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আবাসন শিল্প বাজেট হয়েছে। বাজেটে আবাসন শিল্পে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ায় আমি ব্যক্তিগতভাবে পুরো আবাসন শিল্প পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রস্তাবিত বাজেট সম্পর্কে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ায় আগামী দিনগুলোতে আবাসন শিল্পে ব্যাপক বিনিয়োগ আসবে। বিদেশে অর্থপাচারের প্রবণতা কমে আসবে এবং দেশের টাকা দেশেই থাকবে। ব্যাপক কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতি চাঙ্গা হবে। তিনি বলেন, সামগ্রিকভাবে এবারের বাজেটকে জনবান্ধব বাজেট বলা যায়। কারণ এবারের বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ অনেক পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটকে আমি জনকল্যাণমুখী বাজেট হিসেবে আখ্যায়িত করতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন