শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সিটি ব্যাংকের এজিএম আগামীকাল

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আগামীকাল ২৮ জুলাই সিটি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে সিটি ব্যাংক লিমিটেডের বার্ষিক এ সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার রেকর্ড ডেট ছিল ১২ জুন। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। বছর শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৪ টাকা ৯ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ১৩ পয়সা। ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেয় ব্যাংকটি। এরমধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ লভ্যাংশ দেয়া হয় বোনাস শেয়ার আকারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন