বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। রেজাউল করিম হেলাল দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হোন। পরে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। অ্যাডভোকেট রেজাউল করিম ১৯৯৫ সনের ১২ আগস্ট আইন পেশা শুরু করেন। ১৯৯৭ সনের ৩ আগস্ট সুপ্রিম কোর্ট বারের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৯ সনের ৭ জুলাই সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সুপ্রিম কোর্ট বার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন