শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

দু’দিনের বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট শুরু আজ

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আজ থেকে শুরু হচ্ছে দু’দিনের বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট বা বিপিও সামিট ২০১৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামিটের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওইদিন বিপিও খাতে দেশের সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে। এবারের সামিটের উপজীব্য করা হয়েছে ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবস্যা’। আউটসোর্সিংয়ে প্রতিবেশী দেশের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে এ খাতে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। এর মধ্যে ভারতের আয় ১০০ বিলিয়ন, ফিলিপাইনের ১৬ বিলিয়ন আর শ্রীলংকার আয় ২ বিলিয়ন ডলার। সেখানে বালাদেশের আয় মাত্র ১৮ কোটি মার্কিন ডলার। এ প্রেক্ষাপটে ঢাকায় শুরু হতে যাচ্ছে দু’দিনের বাংলাদেশ বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিট-২০১৬। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, আইসিটি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক ও অ্যাসোসিয়েশন অব কলসেন্টার বাংলাদেশের (বাক্য) সভাপতি আহমাদুল হক প্রমুখ। জুনাইদ আহমেদ পলক জানান, দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিপিও সামিট। আগামী ২৮ ও ২৯ জুলাই এ সামিট অনুষ্ঠিত হবে রাজধানীর প্যান-প্যাসিপিক সোনারগাঁও হোটেলে। দ্বিতীয় বিপিও সামিট সম্পর্কে যোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, এই সামিটের মাধ্যমে বিশ্বের কাছে বিপিও খাতে আমাদের সক্ষমতা ও দক্ষতার কথা তুলে ধরতে চাই। দেশের তরুণদের মধ্যে এই সেক্টরকে কাজের সম্মানজনক ক্ষেত্র হিসাবে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। বিপিও সেক্টরে এগিয়ে যেতে পারলে ভিশন-২০২১ অর্জন সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে ৩০০ জন কর্মী দিয়ে আউটসোর্সিং করা হলেও বর্তমানে এই সংখ্যা প্রায় ৩০ হাজার। এবারের আয়োজনে মোট ১২ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। সেমিনার ও কর্মশালায় দেশ ও বিদেশে প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে থাকবে বিশেষ আয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন