শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হরিপুরে অস্ত্রসহ জঙ্গি আটক

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরয়াল গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও চাপাতিসহ সাহেব জান (২০) নামে একজনকে আটক করেছে। পুলিশের দাবি সে জঙ্গি।
গতকাল (বুধবার) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার ফারহাত আহাম্মেদ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন, সে একজন জঙ্গি, সে এ রাষ্ট্রের কোন আইনকানুন মানেন না।
গোপন সূত্রে তাকে গতকাল রাত সাড়ে ১০টায় হরিপুর উপজেলার ওই গ্রামের ইউসুফ আলীর রাড়ি থেকে ছেলে সাহেব জানকে আটক করা হয়। আটকের সময় তার সঙ্গে থাকা গুলি ভর্তি নাইন এমএম পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে তাকে সাংবাদিকদের সামনে হাজির না করলেও পরে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান জেলার এই পুলিশ সুপার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন