শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যাত্রা শুরু আস্থা লাইফ ইন্সুরেন্সের

আইএসপিআর | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০০ এএম

আস্থা লাইফ ইন্সুরেন্স আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সদ্য প্রতিষ্ঠিত একটি জীবন বীমা কোম্পানি। এটি বাংলাদেশের সর্বপ্রথম জীবন বীমা কোম্পানি যা সশস্ত্রবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণের আর্থিক ঝুঁকি নিরসন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জীবন বীমার সুবিধা প্রদান করতে সংকল্পবদ্ধ। গতকাল আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই সাথে তিনি আস্থা লাইফ ইন্সুরেন্সের একটি বীমা পলিসির প্রথম গ্রাহক হিসেবে নিবন্ধিত হন। সেনাবাহিনী দেশ ও জনগণের নিরাপত্তায় সদা অগ্রমান। দেশের বৃহত্তর স্বার্থে এবং প্রয়োজনে সশস্ত্রবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্য প্রায়শই ঝুঁকিপূর্ণ দায়িত্বে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়োজিত থাকেন। এতে আরো বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারবর্গের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সাধারণ জনগণের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন। ‘আস্থায় বিশ্বাস, আস্থায় ভবিষ্যৎ’ এই ব্রত নিয়ে গ্রাহক সেবার সর্বোচ্চ মান সুনিশ্চিত করে আস্থা লাইফ গ্রাহকদের স্বচ্ছতার সাথে অবিরাম বীমা সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
- আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Md.Jashim Uddinই ২০ জুলাই, ২০২০, ৯:৪০ এএম says : 0
আস্তা লাইফইনসুরেনস এ শতভাগ আস্তা আনতে পারবে।
Total Reply(0)
Md. Salah Uddin ১৬ অক্টোবর, ২০২০, ১১:০৪ পিএম says : 0
আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুভ হোক, কিভাবে পলিসি করতে হবে জানতে চাই,
Total Reply(0)
Md. Salah Uddin ১৬ অক্টোবর, ২০২০, ১১:০৪ পিএম says : 0
আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুভ হোক, কিভাবে পলিসি করতে হবে জানতে চাই,
Total Reply(0)
Md. Salah Uddin ১৬ অক্টোবর, ২০২০, ১১:০৪ পিএম says : 0
আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুভ হোক, কিভাবে পলিসি করতে হবে জানতে চাই,
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন