শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাতারে করোনায় ১৮ বাংলাদেশির মৃত্যু

মোট আক্রান্ত ১২ হাজার

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১২:০০ এএম

কাতারে প্রাণঘাতী করোনাভাইরাসে ১২ হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১৮ বাংলাদেশিসহ মারা গেছেন ১০৯ জন। এতবেশি বাংলাদেশি আক্রান্ত ও প্রবীণ এক কমিউনিটির নেতা মারা যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মধ্যে। ২৮ লাখ জনসংখ্যার দেশটিতে ভাইরাসটিতে প্রায় ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। পাশাপাশি সুস্থ হয়েছে ৭৬ হাজারের বেশি। গত বৃহস্পতিবার কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা দিদারুল আলম আরজু বলেন, করোনার কারণে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণকালে কমিউনিটির অনেক সিনিয়র নেতা আক্রান্ত হয়েছেন। এরই মাঝে আমাদের বাংলাদেশি কমিউনিটির এক প্রবীণ নেতা মারা গেছেন।
কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, দেশটিতে করোনায় আক্রান্ত ১২ হাজার বাংলাদেশির মধ্যে অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ১৮ জন বাংলাদেশি মারা যাওয়া সবাই শুধু করোনা সংক্রমণ না, তাদের অনেকেরই নানা সমস্যা ছিল। কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বাকের মাতবরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এই দূতাবাস কর্মকর্তা। কাতারে এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে বিভিন্ন পেশায় ৪ লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন