বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খুনের রাজনীতিতেই বিএনপির উত্থান: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৪:১৬ পিএম

খুনের রাজনীতেই বিএনপির উত্থান। বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে বিএনপিনেতা রুহুল কবির রিজভীর এক বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপি নেতা রিজভী দাবি করেন 'ক্রসফায়ার-গুম-খুনে রাষ্ট্র অমানবিক হয়ে উঠছে'।

গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে, গুম হয়ে মৃত্যুবরণ করেছে। একই পরিসংখ্যান অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা ১৮৭। এটা ঠিক যে, অপরাধীরা অনেক সময় বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। আমাদের দল কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।

খুনের রাজনীতির মাধ্যমেই বিএনপি'র উত্থান দাবি করে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান নিজের ক্ষমতা নিষ্কন্টক করার জন্য হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছেন, তিনি বঙ্গবন্ধু হত্যার সাথে যুক্ত। আর বিএনপি যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতাসীন, তখনই ক্রসফায়ার চালু করে। অর্থাৎ খুনের রাজনীতির মাধ্যমেই যাদের উন্মেষ ও প্রতিষ্ঠা, যারা দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিল, তারা যখন এধরণের কথা বলে, তখন তা হাস্যকর হয়ে দাঁড়ায়।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যে দৃষ্টান্ত তৈরি করেছে এবং করোনা মহামারিতে দেশের খেটে-খাওয়া মানুষের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা সারাবিশ্বের সামনে মানবিকতার পরম উদাহরণ, উল্লেখ করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, 'বিএনপি এধরণের কোনো উদাহরণ তৈরি করতে পারেনি বরং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের প্রাণহানির পর সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া চরম দায়িত্বহীনভাবে বলেছিলেন, 'যত মানুষ মারা যাবার কথা ছিল, তত মারা যায়নি।'

এসময় আক্ষেপ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষ আশা করেছিল, করোনার এসময়ে বিএনপি বাদানুবাদের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের চিরাচরিত মিথ্যাচার আর বিষোদগারের রাজনীতি ত্যাগ করতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা মানুষের পাশেও দাঁড়ায়নি। করোনা মহামারির মধ্যে লোকদেখানো ত্রাণ বিতরণের ফটোসেশনের মধ্যেই তাদের কার্যক্রম সীমিত রেখেছে।

বিএনপি নেতা-কর্মীদের করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার নিয়ে তাদের মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ড. হাছান করোনায় আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা ও মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে সাংবাদিকদের বলেন, বিশ্লেষকরা যা বলছেন, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১.২৮ শতাংশ আর মির্জা ফখরুল সাহেব বলেছেন, তাদের ২৮৪ জন আক্রান্ত ও ৭৩ জন মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ বিএনপি'র নেতাকর্মীদের মৃত্যুহার ২১ শতাংশ - এনিয়ে আপনাদের মতো আরো অনেকেই প্রশ্ন রেখেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
ahammad ২৭ জুন, ২০২০, ৮:১৪ পিএম says : 0
জনাব হাছান সাহেব, আপনি আর মিঃ কাদের বিএনপি কে নিয়ে এত পেরেশানী ভোগেন কেন? আপনারা বলেন বিএনপির জনসমর্থন নাই, তারা গৃহপলিতদের মত বিরোধীদলে ও নাই। আপনাদের ১০০০% জনসমর্থন আছে। তারপরও বিএনপিকে নিয়ে আপনাদের এত গাত্রদাহ কেন ? রাতের আধারে ভোট ডাকাতি করলেন কেন ? আদালত কুকরে তত্তাবদায়ক ব্যাবস্হা বতিল করলেন কেন ? কথায় বলে খালি কলস বেশী বাজে। বুকের পাটাএত বড় হয়ে থাকলে লেভেল ফ্লেইংপিল্ড তৈরী করে জাতীয় নির্বাচন দিয়ে দেখুন কয়টা সিট নিয়ে সংসদে যেতে পারেন ? পায়ের নিছের মাটি থাকবে না। আর আপনাদের মত অতি কথন ব্যাক্তিদের জামানতও বাজেয়াপ্ত হবে।
Total Reply(0)
Mohammad Sirajullah, M.D. ২৭ জুন, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
I must say that BNP proved yto be incapable of doing anything good. Mrs was PM on 3 occsion occasions. She even did not try to star ZIA HOTTAR BICHAR. What can we expect from this party born in the Baracks.
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ২৭ জুন, ২০২০, ৯:৫৯ পিএম says : 0
ড. হাসান মাহমুদ এখানে বিএনপি সম্পর্কে যেসব বক্তব্য রেখেছেন সবই সত্য কথা এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া মিয়া হত্যা করে দেশের ক্ষমতা দখল করেছিল এটা ইতিহাস বলবে। এরপর ক্ষমতাকে ধরে রাখার জন্যে মুক্তিযোদ্ধা সেনাদেরকে নির্বিচারে হত্যা করেছিল জিয়া মিয়া এটাও ইতিহাস বলবে। তারপর আওয়ামী লীগে দলকে নিঃশেষ করার জন্যে দলের কর্মীদেরকে হত্যা করেছে এমনকি ছাত্রলীগের ছেলেদের রগকেটে হত্যা করেছিল এটাও ইতিহাস বলবে। ’৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামাত যাকে ’৭২ সালে স্বাধীন বাংলাদেশের একমাত্র দেশদ্রোহী দল হিসাবে চিহ্নিত করে চিরতরে জামাতের রাজনীতি বাংলাদেশে নিষিধ্য করা হয়েছিল সেই দলকে ক্রমান্বয়ে রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত করেছিল জিয়া মিয়া এটাও ইতিহাস সাক্ষি দিবে। তারপরও দেশের অপশক্তিরা জামাত-বিএনপিকে ক্ষমতায় বাসানোর জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃত পক্ষে আওয়ামী লীগ বিএনপিকে গোনায় ধরে না কিন্তু জামাতের কারনে বিএনপকে প্রাধান্য দিতে আওয়ামী লীগ বাধ্য হচ্ছে। আমাদের দেশ কাগজে কলমে স্বাধীন হয়েছে কিন্তু আসোলে এখনও বাংলাদেশে পাকিস্তানিদের সমর্থিত লোকজন দেশের জনসংখ্যার বৃহত্তর অংশ তাই তারা ধর্ম নিরপক্ষতা থেকে ইসলাম ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা বুঝা যাচ্ছে। সেজন্যেই মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন যারা ধর্ম নিরপক্ষ রাষ্ট্র বানিয়েছে তারা ভয়ে থরকম্প এটাই সত্য। মহান আল্লাহ্ বাংলাদেশ সৃষ্টি করেছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিলেন তাদের জন্যে এবং তারা চেয়েছিল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আল্লাহ্ একবার কোন সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা আর পরিবর্তন করেননা এটাই সত্য। কাজেই সেসময়ে দেশে প্রচুর পাকিস্তানিদের সমর্থক থাকলেও তারা পরাজিত হয়েছিল। তারপর সেই পরাজিতরা একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করে ’৭৫ ক্ষমতা দখল করে নেয়। ২১ বছর পর আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসে এবং এরপর আবার ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় এসে এখনও বিভিন্ন পন্থায় ক্ষমতায় রয়েছে এটাও আল্লাহ্ ভাল ভাবেই জানেন। কাজেই আওয়ামী লীগের এই ক্ষমতায় থাকা নিয়ে সমালোচনা করার মানে হচ্ছে সময়ের অপচয় করা আর কিছুই নয়। দেশে পাকিদের প্রচুর সমর্থক থাকার কারনেই জনগণকে বিএনপি সম্পর্কে অবগত করানোই হচ্ছে এখন বড় রাজনীতি। আল্লাহ্ আমাকে সহ সবাইকে সত্য জানা, সত্য বুঝা ও সত্য পথে চলার ক্ষমতা দান করুন। আমিন
Total Reply(0)
Nadim ahmed ২৭ জুন, ২০২০, ১০:২৩ পিএম says : 0
Shoytan never tells truth. So, how would Dr. Hasan Mahmud tell truth?
Total Reply(1)
Mohammed Shah Alam Khan ২৮ জুন, ২০২০, ১:৪৯ এএম says : 0
মানুষ কখনও শয়তান হয়না। মানুষ সত্য কথা বলে আবার সময়ে নিজেকে বাঁচাতে মিথ্যা বলে এটা দোষনিয় নয় বলেই সবাই জানে। এখানে হাসান মাহমুদ জিয়া মিয়া সম্পর্কে যা বলেছেন সত্য বলেছেন কারন এসব হত্যার ঘটনা জিয়া মিয়া যখন ঘটিয়েছেন তখন আমি ঢাকায় বসবাস করতাম। কাজেই আমি প্রমাণ জিয়া মিয়া কিভাবে হত্যাকান্ড ঘটিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় টিকে ছিল। আল্লাহ্‌ সবই জানেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন