শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

প্রিমিয়াম আয় বেড়েছে ডেল্টা লাইফের

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়েছে ৪১ কোটি ৫৫ লাখ টাকার। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৩৯ কোটি ১ লাখ টাকার। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন-’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে। আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৫ কোটি ৯৬ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৯২ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটি গত ৩ মাসে (এপ্রিল’১৬-জুন) প্রিমিয়াম আয় করেছে ৭ কোটি ১২ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৫ কোটি ৯৬ লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন