শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে মামা

দেড় বছর আগে নিখোঁজ হয় সাতক্ষীরার মতিয়ার

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : ঢাকার কল্যাণপুরে পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার মতিয়ার দীর্ঘ দেড় বছরের বেশী সময় যাবৎ নিখোঁজ ছিলো। হতদরিদ্র পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানাতে হবে বা ডায়েরি করতে হবে বলে প্রয়োজন মনে করেনি। মতিয়ারের বিষয়ে বিশদ খোঁজ-খবর নেয়ার জন্য ও জিজ্ঞাসাবাদের জন্য মামা গফফার রহমান (৪৫) কে পাটকেলঘাটা থানা পুলিশ হেফাজতে নিয়েছে। মতিয়ার সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের নাসিরউদ্দীন সরদারের ছেলে। সে তার পিতার প্রথম স্ত্রী খায়রুন্নেসার একমাত্র সন্তান।
এলাকার মানুষের ও পুলিশের জানা মতে, মতিয়ারের বাবা নাসিরউদ্দিন কমপক্ষে পাঁচটি বিয়ে করেছে। নাসিরের নির্যাতনের মাত্র তিন বছর বয়সের ছেলেকে নিয়ে বাবার বাড়ি তালা উপজেলার কাটাখালিতে চলে আসে মতিয়ারের মা। মতিয়ারের বয়স যখন ১১/১২ বছর, তখন তার মা জীবিকার সন্ধানে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেন। মায়ের সাথে ঢাকায় থাকাকালে বাড়ির সাথে তেমন একটা যোগাযোগ ছিলনা তাদের। বছর চার আগে মা চাকরি ছেড়ে বাড়ি চলে এলেও মতিয়ার বাড়ি ফিরে আসেনি। বছর দুয়েক আগে সে একবার বাড়িতে এসেছিল। মাত্র দু’দিন থেকেই সে আবার ঢাকায় চলে যায়। মতিয়ার অত্যন্ত গরীব পরিবারের সন্তান।
এদিকে, তার দাদার বাড়ির সকলে মতিয়ারের লাশ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন, মতিয়ারের চাচী মাহফুজা খাতুন। চাচা মুইরুদ্দিনের স্ত্রী মাহফুজা খাতুন জানান, মতিয়ার বরাবরই কেমন হতাশাগ্রস্ত ছিলো। মতিয়ার বড় হয় মামাদের বাড়িতেই। মামারা আওয়ামী লীগের সমর্থক। দাদার বাড়ির লোকজন বিএনপি সমর্থক বিষয়টি জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন