নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের কুয়েত প্রবাসী সৈয়দ মিজানুর রহমান (৫০) হত্যা মামলার আসামি লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটুকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গত রোববার বিকেলে লিটুকে নড়াইল শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী ও মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৭ এপ্রিল দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে দুইপক্ষের সংঘর্ষে কুয়েত প্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। মিজানুর নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হন।
এ হত্যাকান্ডের ঘটনায় লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা সৈয়দ ফয়জুল আমির লিটুসহ ৪৯ জনকে আসামি করে হত্যাকান্ডের পরের দিন লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। লিটু ওই গ্রামের বিবদমান দুই দলের এক পক্ষের নেতা। মামলার ৪৪ জন আসামি স্বেচ্ছায় হাজির হয়ে হাজতবাসের পর জামিনে মুক্তি পেলেও লিটু পলাতক ছিল।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গত রোববার বিকেলে সৈয়দ ফয়জুল আমির লিটুকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন