শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইনকিলাবের ওপর আঘাত আসলে তৌহিদী জনতা প্রতিহত করবে-আল এমদাদ সেবা সংস্থা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৩:৫৫ পিএম

আল এমদাদ সেবা সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম ও মহাসচিব মুফতি আব্দুল আলীম ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বলেছেন, ইনকিলাব যুগ যুগ ধরে তৌহিদী জনতার কথা বলে আসছে। হয়রানিমূলক মামলা দিয়ে ইনকিলাবের কন্ঠরোধের অপচেষ্টা সফল হবে না। নেতৃদ্বয় বলেন, ইনকিলাব জন্মলগ্ন থেকেই ইসলাম ও জনগণের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যথাযথ দায়িত্ব পালন করছে। ইনকিলাবের বিরুদ্ধে মামলা করায় প্রমাণিত হয়েছে দেশে সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছুই নেই। এ মামলার কারণে সরকারের ভাবমর্যাদা চরমভাবে ক্ষুন্ন হবে। দৈনিক ইনকিলাবের ওপর মামলা হামলা যে কোনো আঘাত আসলে ইসলাম প্রিয় তৌহিদী জনতা ইনকিলাব রক্ষায় জীবনবাজী রেখে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। নেতৃদ্বয় বলেন, অবিলম্বে ইনকিলাবের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করুন। তারা বলেন, সত্যের সন্ধানে ইনকিলাব কোনো দিন অশুভ শক্তির সাথে আপোষ করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন