শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পাট শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত অমানবিক ও আত্মঘাতী-ইসলামী শ্রমিক আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৮:১৯ পিএম

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান করোনার সঙ্কটকালীন সময়ে পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক এর নামে সরকারের নেয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, শ্রমিক ছাঁটাইয়ের সরকারের সিদ্ধান্ত অমানবিক ও আত্মঘাতী।
নেতৃদ্বয় বলেন, পাটকল শ্রমিকদের ছাঁটাই করার সরকারি সিদ্ধান্তের কারণে এর সাথে সংশ্লিষ্ট দেশের অনেক মানুষ সঙ্কটে পড়বে। আজ এক যৌথ বিবৃতিতে তারা উপরোক্ত কথা বলেন।
তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর হাতে জমি আছে অনেক। রাষ্ট্রায়ত্ত শিল্প অচল করে বন্ধ করার পেছনে সরকার ঘনিষ্ঠ প্রভাবশালীদের মধ্যে এই জমি বিতরণের সম্পর্ক আছে বলে আমরা মনে করি।
বিবৃতিতে বলা হয়, গোল্ডেন হ্যান্ডশেকের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। অথচ এর অনেক কম টাকা দিয়ে এই কারখানাগুলোর উৎপাদনশীলতা বাড়ানো ও তাদেরকে লাভজনক করা সম্ভব ছিল। আর শ্রমিকদের সকল পাওনা পরিশোধের প্রতিশ্রুতি অতীতের অসংখ্য প্রতারণার কারণে কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে আমরা সন্দিহান।
নেতৃদ্বয় বলেন, সারাদেশে পাটকলের সঙ্গে শুধু শ্রমিকরাই নন, দেশের প্রায় তিন কোটি মানুষের রুটিরুজি এর সাথে জড়িত। পাটকল বন্ধ করলে তাঁদের পরিবার নিয়ে পথে বসতে হবে। করোনাকালে যখন পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠার তাগিদ বাড়ছে তখন সরকারের এমন সিদ্ধান্ত নেয়া হবে দেশের মানুষের জীবন জীবিকার জন্য আত্মঘাতী। এ সিদ্ধান্ত পরিহার করে শ্রমজীবি মানুষের জীবন জীবিকার স্বার্থে দ্রুত পাটকলগুলো চালু করার আহবান জানান তারা।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া অনুরুপ এক বিবৃতিতে পাটকল শ্রমিকের চাকরিচ্যুত করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত আর সব খাতের মতো প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি, অদক্ষতা ও অযোগ্যতার কারণেই এই শিল্পগুলোতে লোকসান হয়। সেই ব্যর্থতার মূল্য আজ দিতে হচ্ছে শ্রমিক ভাইদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন