যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক ইনকিলাব সম্পাদকের উপর মামলা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। দৈনিক ইনকিলাব এদেশের ষোল কোটি মানুষের নিজস্ব কণ্ঠস্বর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও ঈমান ইসলামের পক্ষে কথা বলে ইনকিলাব। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্র দেশের স্বার্থ যেভাবে রক্ষা করবে তেমনি দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধেও লিখবে। এটা একজন সম্পাদকের দায়িত্বও বটে। কিন্তু ইদানিং পত্র-পত্রিকায় প্রকাশিত কোন সংবাদে ব্যক্তি বিশেষের স্বার্থ ক্ষুন্ন হলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানী করা হচ্ছে। এই কালো সংস্কৃতি বন্ধ করতে হবে।
আলহাজ হাফিয সাব্বির আহমদ আরো বলেন, ইনকিলাব সম্পাদক এ এমএম বাহাউদ্দীন সংবাদপত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব। অনেক পুরনো এই পত্রিকাটি দেশ ও দেশের মানুষের স্বার্থরক্ষায় ও সুন্দর সমাজগঠনে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। মামলা করে এর গতি বাঁধাগ্রস্থ করা শুভ লক্ষণ নয়। তিনি অভিলম্বে ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন