ইনকিলাব ডেস্ক: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে টাঙ্গাইলে নিহত হয়েছেন ২ জন।
বগুড়ায় দুই সেনা সদস্যসহ নিহত ৩
বগুড়া অফিস : বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনা সদস্যসহ ৩ জন নিহত এবং আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ নামক স্থানে যাত্রীবাহী বাস ও মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেনাসদস্য মোকছেদুল আলম ও সালাহ উদ্দিন। অন্যজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর গাড়ীদহ বাবলু পেট্রল পাম্পের কাছে বগুড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি কোচের সাথে বগুড়াগামী একটি মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত কয়েজনকে স্থানীয় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে আরও ২ জন মারা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন