কর্পোরেট রিপোর্টার : আরো সহজ করা হলো ব্যাংকের শাখা খোলার নীতিমালা। এখন থেকে ব্যাংকগুলো শাখা স্থাপনের জন্য ২০ বছর মেয়াদে ভবন বা ফ্লোর স্পেস ভাড়া বা ইজারা নিতে পারবে। এতদিন ১০ বছরের বেশি মেয়াদে ভবন বা ফ্লোর স্পেস ভাড়া অথবা ইজারা নিতে পারত না ব্যাংকগুলো। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে শাখা স্থাপনের নতুন এই নীতিমালা জানিয়েছে। একই সঙ্গে শাখার আয়তনও বড় করার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ব্যবসার ক্ষেত্র ও পরিধি, গ্রাহক সংখ্যা ও নিজস্ব জনবল বিবেচনায় বাংলাদেশ ব্যাংক নীতিমালায় এই পরিবর্তন এনেছে। সার্কুলারে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী ও অন্যান্য সুবিধা বিবেচনায় ব্যাংক সর্বোচ্চ ২০ বছর মেয়াদে ভবন বা ফ্লোর ভাড়া বা ইজারা নিতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন ব্যাংক শাখা স্থাপন বা শাখা স্থানান্তরের ক্ষেত্রে শহর শাখার জন্য সর্বোচ্চ ছয় হাজার বর্গফুট ভবন বা ফ্লোর স্পেস ভাড়া বা ইজারা নেয়া যাবে। পল্লী এলাকার জন্য সর্বোচ্চ তিন হাজার বর্গফুট ভাড়া বা ইজারা নেয়া যাবে। সার্কুলারে আরো বলা হয়, সব মেট্রোপলিটন ও সিটি করপোরেশন এলাকা এবং ‘ক’ শ্রেণীভুক্ত পৌরসভায় স্থাপিত ব্যাংকের শাখা, ‘শহর শাখা’ হিসেবে গণ্য হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এতদিন নতুন শাখা স্থাপন বা বিদ্যমান শাখা স্থানান্তরের ক্ষেত্রে শহর শাখার জন্য ৫ হাজার বর্গফুট এবং পল্লী শাখার জন্য ২ হাজার বগফুটের বেশি ফ্লোর স্পেস ব্যবহার না করার নির্দেশনা ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন