স্টাফ রিপোর্টার : গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দেশে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তর-দক্ষিণ ফটকে আর্চওয়ে স্থাপন করে মসজিদে আগত প্রত্যেক মুসল্লিদের দেশ তল্লাশি করে ঢুকতে দেয়া হয়েছে। দেহ তল্লাশির সময়ে মুসল্লিদের লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে কিছুটা ভোগান্তির শিকার হন। রাজধানীর উন্নত এলাকার অনেক মসজিদের প্রবেশ পথেই নিরাপত্তার জন্য আর্চওয়ে স্থাপন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন